উপবিত্তির হালনাগাদ প্রসঙ্গে
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কয়েক দিনের মধ্যে উপবৃত্তির তথ্য হালনাগাদ করা হবে। উপবিত্তির জন্য আবেদন করতে ইচ্ছুক ছাত্রীদের (শুধু মাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য) জন্মনিবন্ধন, পিতা ও মাতার NID- এর ফটোকপি , দু্ই কপি ছবি এবং ব্যক্তিগত তথ্য পুরণকৃত ফর্ম আগামী 20 মার্চ 2024 ইং তারিখের মধ্য জমা দেওয়ার জন্য বিশেষভাবে বলা হল। ব্যক্তিগত তথ্য পুরণের জন্য ফর্মটি অত্র প্রতিষ্ঠান থেকে অথবা নিকটষ্ঠ কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করা যাবে। এবং যে সকল ছাত্রী হিসাব নম্বর পরিবর্তন করতে চায় (সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের জন্য) তাদেরকে নতুন হিসাবের তথ্য জমা দেওয়ার জন্য বলা হল। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে বা ভুল তথ্য প্রদান করার জন্য উপবিত্তি না পেলে কতৃপক্ষ কোন প্রকার দ্বায় নেবে না।
Mar 08, 2024